ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলের বোমা হামলায় কমপক্ষে ৫০০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।
সিএনএন জানিয়েছে, গতকাল (১৭ অক্টোবর) স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলিস্তিনে অবরুদ্ধ মধ্য গাজা উপত্যকার আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালএ এই হামলার ঘটনা ঘটে। হাসপাতালটিতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। ধ্বংসস্তূপের নিচে আহত অবস্থায় এখনো অনেক মানুষ আটকে আছে।
ভয়াবহ এ হামলায় সাধারণ ফিলিস্তিনীদের হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও আরব লীগ। এছাড়াও মধ্য গাজার আল আহলি আরব হাসপাতালে চালানো এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলেছে হামাস। হামলার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
তবে এ হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল। এদিকে হামাসের বিরুদ্ধে হামলার পরিকল্পনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠকের উদ্দেশে তেল-আবিবের পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জর্ডান সফরের পরিকল্পনা থাকলেও গাজার হাসপাতালে ভয়াবহ বোমা হামলার পর এই সফর বাতিল করেছেন তিনি।
Live World Cup Cricket 2023 Full Hd--
0 Comments