কষ্ট ও ভালবাসা
বড় আবেলায় পেলাম তোমায় এখনি কেন যাবে হারিয়ে?
কি করে বল রব একা? ফিরে দেখো এখনও আছি দাড়িয়ে।।
কেন হটাৎ তুমি এলে নয় কেন তবে পুরটা জুড়ে ?
আজ পেয়েও হারানো যায় না মানা
বাঁচার মানে টা যাবে হারিয়ে।
শুনছো কি তুমি আমায়?
<><><><><><><><><><><><><><><><><>কি করে বল রব একা? ফিরে দেখো এখনও আছি দাড়িয়ে।।
কেন হটাৎ তুমি এলে নয় কেন তবে পুরটা জুড়ে ?
আজ পেয়েও হারানো যায় না মানা
বাঁচার মানে টা যাবে হারিয়ে।
শুনছো কি তুমি আমায়?
চোখের কোণে জমা পানি যদিবা না গড়িয়ে শুখায় অগোচরে,
আমি তবু বুঝবো তোমার মন খারাপ,বড্ড মন খারাপ
তুমি আমিযে আটতে নিশ্চুপ দুপুরের তন্দ্রাবিলাসের মায়াতে
....................রুদ্র রাফি
<><><><><><><><><><><><><><><><><>
"আমি তোমাকে ভালোবাসি" কথাটা খুব হালকা নয়।
কিছুদিন চোখে চোখ রেখে, হাত ধরে, স্বপ্ন দেখেই বলে ফেলা যায়না - আমি তোমাকে ভালোবাসি।
প্রথম ভালো লাগা, প্রথম দেখা, প্রথম স্পর্শ
এসব ভালোবাসার দিকে চলে যাওয়া বিভিন্ন রাস্তা ছাড়া আর কিছুই নয়।
একদিন সব রাস্তা মিলে গেলো, যোগ হলে একখানে।
সেইখানে দাঁড়িয়ে যদি কাউকে বলা হয়- আমি তোমাকে ভালোবাসি।
ঐ ভালোবাসা ফেরানোর শক্তি কোন মানুষের নেই।
এমনও হয়, কখনো খুব চেষ্টা করেও মুখ ফুটে বলতে যায় না ভালোবাসার কথা,
অথচ ভেতরে একটা পাখি প্রচন্ড অস্থিরতায় ছটফট করে।
এই পাখিটা কোন পাখি? এই পাখিটা মনপাখি।
একটা মনপাখি পোষার জন্য যথেষ্ট আকাশ আমাদের বুকে নেই, তাই এত কষ্ট।
.............................
<><><><><><><><><><><><><><><><><>
আমি জানি তুমি ফিরবেনা আর ধরবেনা এ হাত!!
তবু অপেক্ষায় থাকি, থাকতে ভাল লাগে।।
তুমি হয়তো জানো না,
কিছু পাবো না জেনেও অপেক্ষা করার মাঝে
অনেক আনন্দ আছে, আছে একটা স্বস্তি !!
কারন, অন্তত আর হারানোর ভয় থাকে না
সেই অপেক্ষার চিন্তার মাঝে !!
.............................
<><><><><><><><><><><><><><><><><>
''পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল মানুষের
মনের সত্যিকারের ভালবাসা অর্জন করা''
তাই কখনো যে মানুষটা আপনাকে তার সেই
বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালবাসাটা দিয়ে দিল-
তাকে কখনো অবহেলা করবেন না ।।
আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না।।
তখন তার মনের মৃত্যু হবে নিশ্চিত !!
মনে রাখবেন- আপনার চারপাশে ভালবাসার
অভাব নাও থাকতে পারে,তবে
সত্যিকারের ভালবাসার এই পৃথিবীতে বড়ই অভাব।
.............................
<><><><><><><><><><><><><><><><><>
একটি সম্পর্ক ভালোবাসা নামক কোন
শব্দের উপর ভিত্তি করে টিকে থাকে না।
সম্পর্ক টিকে থাকে দুটি মানুষের পরস্পরের প্রতি বিশ্বাস,
সম্মান, ভাল লাগা মন্দ লাগার উপর গুরুত্ব দেওয়া
এবং দুজনের এই সম্পর্কের প্রতি যত্নবান হওয়ার উপর।
যে সম্পর্কে এই ব্যপার গুলো নেই সে সম্পর্কে
থাকা ভালোবাসা নামক শব্দেরও কোন মূল্য নেই।।
.............................
<><><><><><><><><><><><><><><><><>
কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না,
তবু তারা হারিয়ে যায়। কিছু সম্পর্ক আমরা ধরে রাখতে চাই
,তবু সেসব সম্পর্ক আমাদের মুঠো গলে বের হয়ে যায়।
আবার হুট করেই আমরা অনাকাংখিত ভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই।
কিছু সম্পর্ক হয় ক্ষণিকের,বাতাসের মতো এসে ছোঁয়া দিয়ে আবার
চলে যায়,পাখির পালকের মতো ফেলে যায় কিছু স্মৃতি।
কিছু মানুষকে কয়েক মুহুর্তেই প্রচন্ড আপন মনে হয়।কিছু সম্পর্ক দূর
আবার হুট করেই আমরা অনাকাংখিত ভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই।
কিছু সম্পর্ক হয় ক্ষণিকের,বাতাসের মতো এসে ছোঁয়া দিয়ে আবার
চলে যায়,পাখির পালকের মতো ফেলে যায় কিছু স্মৃতি।
কিছু মানুষকে কয়েক মুহুর্তেই প্রচন্ড আপন মনে হয়।কিছু সম্পর্ক দূর
থেকেই ভালো লাগে,দূরত্বের সাথে ভালো লাগার সম্পর্ক হয় সমানুপাতিক।
কাছে আসলেই ভালো লাগা কমতে থাকে।
কাছে আসলেই ভালো লাগা কমতে থাকে।
কিছু সম্পর্ক হয় ছায়ার মতো,ধরতে গেলেই নেই।সম্পর্ক
গড়ে, সম্পর্ক ভাংগে, মানুষ আসে, মানুষ যায়,সময়ের সাথে মানুষ বদলায়,
গড়ে, সম্পর্ক ভাংগে, মানুষ আসে, মানুষ যায়,সময়ের সাথে মানুষ বদলায়,
সম্পর্কও বদলায়,আসলেই কি সব সম্পর্ক বদলায়?
সম্ভবত না.....
............................. <><><><><><><><><><><><><><><><><>
ভুল বুঝে দুরে থাকাটা একমাত্র সমাধান নয়,
ভুলের মাঝে লুকিয়ে থাকা অজানা
কথা গুলো উদ্ধার করাটাই মুখ্য বিষয় !
মানুষ মাত্রই ভুল করে।
প্রকৃত বুদ্ধিমান সেই যে ভুল থেকে
উত্তরণের পথ খুঁজে সমাধানের দ্বার প্রান্তে পৌঁছে।
0 Comments