আমিই_স্ত্রী
আমি রাগ করব।
আমিই ঠান্ডা হলে ক্ষুধা লেগেছে কিনা পাশে গিয়ে জিজ্ঞেস করব।
আমি বলব এই রঙে তোমাকে মানাচ্ছে না।
আমিই তোমার দিকে অপলকে তাকিয়ে বলবো " মা শা'আল্লাহ কি সুন্দর লাগছে "
আমি সারা রাত ঝগড়া করব।
ভোর হলে কাঁথার বদলে তোমাকে জড়িয়ে শুয়ে পড়ব।
আমি অভিমান নিয়ে বলব "থাকব না আমি তোমার সাথে"!
আমি নামাজে বসে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকেই পাশে চাইব!
আমি রাগ হলে তোমার দিকে ফিরে তাকাবো না।
আবার তোমার ঘুমের পর ঘরের হালকা বাতি জ্বালিয়ে তোমার দিকে অপলক তাকিয়ে থাকব।
আমি সকালে নামাজ পড়ার জন্য টেনে টেনে তুলবো।
আমি ঝগড়া হলে কান্না করে বলব " তোমার সাথে ভালো নেই আমি"!
আমিই কোন এক বিকেলে তোমার কাঁধে মাথা রেখে খুশির অশ্রু ঝড়িয়ে নিজেকে সবচেয়ে সুখী ভাবব।
হুম আমি তো তোমার বুকের বাঁকা পাজরের হাড় দিয়ে তৈরী। একটু তো বাঁকা হবোই....!
আমিই ভালোবাসবো।
আমিই অভিমান করব। আমিই কাছে টেনে নিবো।
আমিই আজীবন পাশে থাকব।
কখনো প্রেয়সি হয়ে আবার কখনো বন্ধু হয়ে।
আমিই তোমার জীবন সঙ্গীনি।
আমিই বারবার প্রমাণ করে দিবো আমার রাগের চেয়ে ভালোবাসাটাই অধিক।
কারন আমিই_স্ত্রী.!!
❤️❤️
আল্লাহ আপনি আমাদেরকে উত্তম জীবন সঙ্গী দান করেন আমিন।।
0 Comments